Monday 14 December 2015

"মুসলিম-২৪৪"

আবূ হুরাইরাহ (রাঃ) থেকেই বর্ণিত,
আল্লাহর রাসূল (সাঃ) বলেন, “মুসলিম বা
মু’মিন বান্দা যখন ওযূর উদ্দেশে তার মুখমণ্ডল
ধৌত করে, তখন পানির সাথে অথবা পানির
শেষ বিন্দুর সাথে প্রত্যেক সেই গোনাহ বের
হয়ে যায়, যা সে দুই চক্ষুর দৃষ্টির মাধ্যমে
করে ফেলেছিল। অতঃপর যখন সে তার হাত
দুটিকে ধৌত করে, তখন পানির সাথে অথবা
পানির শেষ বিন্দুর সাথে প্রত্যেক সেই
গোনাহ বের হয়ে যায়, যা সে উভয় হাত
দ্বারা ধারণ করার মাধ্যমে করে ফেলেছিল।
অতঃপর যখন সে তার পা দুটিকে ধৌত করে,
তখন পানির সাথে অথবা পানির শেষ বিন্দুর
সাথে প্রত্যেক সেই গোনাহ বের হয়ে যায়,
যা সে তার দু’পায়ের চলার মাধ্যমে করে
ফেলেছিল। শেষ অবধি সমস্ত গোনাহ থেকে
সে পবিত্র হয়ে বের হয়ে আসে।” (মুসলিম
২৪৪)

No comments:

Post a Comment